বিবিধ

উলিপুরে কৃষি মেলার উদ্বােধন

  এস এম রাফি ১৩ জুন ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইউনুস আলী,উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বােধন করা হয়ছ। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ােজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের হয় পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলােচনা ইউএনও শােভন রাংসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা গােলাম মােস্তফা, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাঃ মােশারফ হােসেন। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ। এসময় উপস্তিত ছিলেন, কৃষক সহ বিভিন শ্রণিপেশার মানুষজন। শেষে উপজেলার এক হাজার ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০কজি ডিএপি ও ১০ কৃজি এমওপি সার বিতরণর উদ্বাধন করা হয়।