uadmin ৭ জুলাই ২০২৪ , ৭:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ইউনুস আলী,উলিপুর প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চরে ১৩০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি করে মুসুর ডাল, লবণ, চিনি, এক লিটার সোয়াবিন তেল, গুঁড়া মরিচ ১’শ গ্ৰাম,
হলুদ ২’শ গ্ৰাম, ধনিয়া গুড়া ১’শ গ্ৰাম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, প্রকৌশলী রাজন রায়হান।