উলিপুর প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দের হয়রানি বন্ধ, চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন। প্রধান শিক্ষক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় শিক্ষকগণের পক্ষে বিভিন্ন যৌক্তিক বিষয় তুলে ধরে আরো বক্তব্য রাখেন, শামছুল আলম, আবুল হোসেন, সাজাদুল ইসলাম সাজু, ফজলে রাব্বি, ইউনুস আলী, মুক্তা জাহান প্রমুখ।
বক্তারা বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষক ও কর্মচারীগণের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ চাকুরি জাতীয়করণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।