অপরাধ

উলিপু‌রে ম‌ন্দির ভাঙচু‌রের মামলায় সা‌বেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ১৪ নভেম্বর ২০২৩ , ৭:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কু‌ড়িগ্রামের উলিপু‌রে ম‌ন্দির ভাঙচু‌রের মামলায় নাজমুল ইসলাম (২৭) না‌মে ওয়া‌রেন্টভুক্ত এক আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপ‌জেলার সাতদরগা বাজার থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।

নাজমুল রামপ্রসাদ গ্রামের মোবা‌শ্বের আলীর ছে‌লে ও সদ্য বিলুপ্ত হওয়া থেতরাই ইউনিয়ন ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা।

ও‌সি জানান, ২০২১ সা‌লের ১৩ অ‌ক্টোবর মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওয়া‌রেন্টভুক্ত আসা‌মি ছিল সে। বুধবার আদাল‌তের মাধ্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

উপ‌জেলা ছাত্রলী‌গের এক নম্বর সাংগঠ‌নিক সম্পাদক আব্দুর র‌হিম মোল্লা ব‌লেন, নাজমুল দীর্ঘ চার বছর ধ‌রে থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন। গত ৫ দিন আগে ওই ইউনিয়ন ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ বিষ‌য়ে সাংগঠ‌নিক সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

উল্লেখ্য, ২০২১ সা‌লের অ‌ক্টোবর মা‌সে কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার জের ধ‌রে উলিপুরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ চালা‌নো হয়।