জাতীয়

এবার এডিসি হারুন-সানজিদার গন্তব্য রংপুর

  এস এম রাফি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরখাস্তকৃত এডিসি হারুন অর রশীদকে রংপুরের উপ-পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুর রহমান শেখ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

অপরদিকে শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় বরখাস্তকৃত এডিসি হারুন অর রশীদের পর এবার পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপাকে রংপুরে বদলি করা হচ্ছে। তাকে শিগগিরই বদলি করা হবে বলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এডিসি হারুন অর রশীদকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে ওই ঘটনায় সানজিদার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এরপরই তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হচ্ছে।

এর আগে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় রবিবার তাকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সংগঠনিক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে।

আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।