অনলাইন ডেস্ক ১৯ নভেম্বর ২০২৩ , ১১:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৯ টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
রোববার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, রাত ৯ টা ৫৭ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ১০ টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে।