গাইবান্ধা প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১২:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম,বাংলাদেশের আয়োজনে ঢাকার মহাখালী ব্র্যাক সেন্টার গতকাল (১৭ ডিসেম্বর ) রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সারাদেশের ৩৮ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করে।
এতে সূচনা বক্তব্য রাখেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। প্রেক্ষিত উপস্থাপন করেন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এরপর উন্মুক্ত আলোচনার মধ্যে দিয়ে প্রথম অধিবেশনে সমাপ্ত ঘটে।
দ্বিতীয় অধিবেশনের সূচনা বক্তব্য রাখেন সিপিডি (সংলাপ ও প্রচার) যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। এরপর গোল টেবিল আলোচনা হয়। অংশগ্রহণকারীদের উপস্থাপনার উপর মন্তব্য রাখেন, দ্যা বিজনেস স্টান্ডার্স সম্পাদক ইনান আহমেদ, দৈনিক প্রথম আলো অনলাইন প্রধান শওকত হোসেন মাসুম। মূল আলোচনা করেন, দ্যা ডেইলি স্টার মাল্টিমিডিয়া প্রধান অনন্ত ইউসুফ।
পর্যবেক্ষণ উপস্থাপনা করেন, ডিবিসি সম্পাদক প্রণব সাহা । সমাপনী বক্তব্য রাখেন, নাগরিক প্ল্যাটফর্ম আহ্বায়ক ও সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পরে সনদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। উক্ত কর্মশালায় The Daily messenger ও উত্তরের আলো এর গাইবান্ধা প্রতিনিধি তাসলিমুল হাসান সিয়াম অংশগ্রহণ করেন।