সারাদেশ

কক্সবাজারে ৭১ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  কক্সবাজার প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পসহ ৮৮ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার তিনদিনের মাথায় আবারও ১৬০ কোটি টাকার ৭১ টি প্রকল্প উদ্বোধন করেছেন।

যারমধ্যে রয়েছে ৮২ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মহেশখালী কালারমারছড়ার এসপিএম প্রকল্প, ৫৭ কোটি টাকা ব্যয়ে রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে ১০ তলা লিডারশিপ ট্রেনিং সেন্টার, কক্সবাজার ডিসি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, ৪৭ টি সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবন, ২০ টি প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় ১৬০ কোটি টাকার ৭১ টি প্রকল্প।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২৪ টি মন্ত্রনালয়ের অধীনে কক্সবাজারের ৭১ টিসহ সারাদেশের ১৫৭ টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে রয়েছে ১০ হাজারেরও বেশী অবকাঠামো।

এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারের ৭১ টি প্রকল্পসহ সারাদেশের ১৫৭ টি প্রকল্পের উদ্বোধন রেকর্ড হয়ে থাকবে।

এসময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার প্রান্তে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব.) নুরুল আবছার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, রামু বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীসহ অনেকেই।