বিবিধ

কচাকাটায় নদী ভাঙ্গন রোধে বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধন

  মনিরুল ইসলাম মিলন,নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৫ , ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের রঘুরভিটার দক্ষিণে মাঝিপাড়া ও ইসলামপুর (রামদত্ত) এলাকায় নদী ভাঙ্গনের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে। নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দিরসহ অসংখ্য ঘরবাড়ি এবং মূল্যবান আবাদি জমি। ফলে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বিগত বছরে কয়েক দফায় এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় জনগণ মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের তাণ্ডবে তারা সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। রঘুর ভিটার দক্ষিণে অবস্থিত মসজিদ, মন্দির, বাড়িঘর এবং ফসলি জমি ইতোমধ্যেই দুইবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর পুনরায় স্থাপনা করা হলে আবারো বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ২৫, কুড়িগ্রাম-১ ও সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, কেদার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারী, যুবদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, জামায়াতে ইসলামীর বল্লভেরখাস ইউনিয়নের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন সহ ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল প্রমূখ।

এ সময় সাবেক এমপি মহোদয় আশ্বাস দেন যে, তিনি সংশ্লিষ্ট উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতি শীঘ্রই এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসী স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দের দাবি জানান।