সারাদেশ

কঠোর নিরাপত্তা কাউনিয়ায় বড়দিন উৎসব পালন

  কাউনিয়া প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ বুধবার (২৫ ডিসেম্বর) পালন করা হয়েছে।এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন।

খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এ উপলক্ষে কাউনিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়া মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা আলোক সজ্জার। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে গির্জায় অনুষ্ঠিত হবে প্রার্থনা। বুধবার বেলা ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানান সাহাবাজ গ্রামের প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি) চার্জ পরিচালক জগদীশ রায়,তিনি আরও জানান, আইন-শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গতকাল থেকে সেনাবাহিনী,এসএসআই,ডিবি, এখানে এসেছিল তারা পরিদর্শন করে গেছে এবং আমাদের কোন সংশয় আছে কিনা জানতে চেয়েছে। আজকে সকাল থেকে কাউনিয়া থানা থেকে পুলিশ এসে পাহারা দিচ্ছে।আমরা জানিয়েছি আমাদের তেমন কোন শত্রু নেই। কিন্তু আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আমার নামে একটি চিঠি আসছে এ নিয়ে আমরা আতংকে আছি। সাহাবাজ গ্রামের প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি) চার্জ এর সহকারী সাধারণ সম্পাদক, রতন বর্মন বলেন, বড়দিন সময়ের মাপকাঠি নয়, বরং গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকে বড়দিন আসলেই বড়দিন। কোষাধ্যক্ষ ধরেন্দ্র নাথ বর্মন বলেন,বড়দিনের মহত্ব, মানবিকতা, পবিত্রতা, ঐক্য ভালোবাসা, পারস্পরিক মিলন ও ভ্রাতৃত্বের এক অমলিন প্রেম উপাখ্যান। পিবিটি চার্জ এর সদস্য,দয়াল রায়, শুমুয়েল রায় সুভো,রুমা রায়,দিপালী বর্মন বলেন, এই একটি মাত্র উৎসবকে কেন্দ্র করে গোটা বিশ্ব মেতে ওঠে আনন্দে, প্রার্থনা-আরাধনা, পূজা-অর্চনা, শুভেচ্ছা-বিনিময়, ঈশ্বর তনয় যিশুকে বরণ করে নেওয়ার মহা-প্রস্তুতি ও নানা রকম উৎসবাদিতে।নিরাপত্তার ব্যাপারে জানতে কাউনিয়া থানা অফিসার(ইনচার্জ) এসএম শরিফ কে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। বড়দিন ঘিরে কাউনিয়ায় দুটি গির্জায় বিশেষ নিরাপত্তা বাহিনী সব সময় সচেষ্ট রয়েছে। উপজেলার প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি)- চার্চ অফ গড ২টি গির্জায় ১ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে বলে প্রত্যাশা করছি।