বিবিধ

কাউনিয়ায় অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে রোগ নির্ণয় প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

  এস এম রাফি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে রোগ নির্ণয় ও প্রতিরোধ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের চেতনা মোড় সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে কাউনিয়া মোঃ হোঃ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী বিএসসির সভাপতিত্বে রুহুল আমিন দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার,
এছাড়া অরোও বক্তব্য রাখেন মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও অরবিট ফাউন্ডেশনের সদস্য জামিনুর রহমান, হরিচরণ লস্কর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম,অরবিট ফাউন্ডেশনের সদস্য মোস্কাক আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রামের গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে অরবিট ফাউন্ডেশনে সদস্য ফরম পুরনের মাধ্যমে সল্পমূল্যে যাবতিয় চিকিৎসা সেবা নিতে পারিবেন।