এস এম রাফি ২৩ মার্চ ২০২৩ , ৭:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় বিথী রাণী (১৪) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্ৰামে নিজ বাড়ির উঠান থেকে ওই মেয়ের লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য ওই মেয়ের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিথী রাণী নিলাম খরিদা সদরা গ্ৰামের শ্রী কিরেন চন্দ্র বর্মনের মেয়ে এবং গোবরাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নিহত পরিবারের বরাত দিয়ে টেপামধুপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে ফিরে খাওয়া করে। এরপর সে ঘরের মধ্যে থাকা ধানক্ষেতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘরের মধ্যে তাকে ছটপট করতে দেখে পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার সকালে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে অসুস্থ ওই মেয়েকে বাড়ি নিয়ে আসার পথে মারা যায় সে।
রাশেদুল ইসলাম আরো জানান, পারিবারিক ঝামেলার কারণে ওই মেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা হচ্ছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য ওই মেয়ের মরদেহ উদ্ধার করে বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।