সারাদেশ

কাউনিয়ায় জানোর এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  এস এম রাফি ৩১ অক্টোবর ২০২৩ , ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো অপারেশনের অর্থায়নে,কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) কর্তৃক বাস্তবায়ন কৃত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো )প্রকল্পের সহোযোগীতায় রংপুরের কাউনিয়া উপজেলায় এ্যানুয়াল ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে হলদীবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। হলদি বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রশিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর,বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সাদিকাতুল তাহিরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আরিফ মাহফুজ ,মোটিভেশনাল স্পীকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহুয়া শবনব , প্রজেক্ট ম্যানেজার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পংকজ ময় ত্রিপুরা, সহকারি প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও -জানো প্রকল্প মোঃ মাসুদ রানা,আরো উপস্থিত ছিলেন নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধানগণ, ও জানো প্রকল্পের সাথে জড়িত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,রংপুর অঞ্চল বিভাগ প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন এটি একটি ভাল প্রকল্প যা আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের অনেক উপকারে আসবে।