বিবিধ

কাউনিয়ায় জিংক বঙ্গবন্ধু ১০০ ধান প্রদর্শনী মাঠ দিবস

  এস এম রাফি ৩ মে ২০২৩ , ৬:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান -১০০ প্রদর্শনীর মাঠ দিবস বুধবার টেপামধুপুর ইউনিয়নের বিনোতমাঝি গ্রামে কৃষক মোঃ আব্দুল কাদের এর উঠানে দুপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন, তিনি জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ এর উপকারিতা,ফলন সম্পর্কে ব্যাপক আলোচনা করেন । আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসারত আলী, উপ-সহকারী কৃষি অফিসার বাদল চন্দ্র বর্মন,মোঃ আনোয়ার হোসাইন, টেকনিক্যাল অফিসার কৃষিপুষ্টিবিদ নিহার কুমার প্রামানিক জানো প্রকল্প কেয়ার বাংলাদেশ,রংপুরের আইসিটি অফিসার মোছাঃ মাহমুদা আখতার,মাঠ দিবসে আলোচনা করেন। সঞ্চালনায় ছিলেন ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রানী।