এস এম রাফি ৩ মার্চ ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে তিস্তা নদীর জেগে উঠা তালুকশাহাবাজ চরে গড়ে উঠা নিরাপদ সবজিসহ কুমড়া ক্ষেত পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন শেষে কৃষক-কিষাণীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। গত বৃহস্পতিবার কুমড়া চাষি স্বাধীন, রবিন্দ্র, আসাদুজ্জামান চৌধুরী তোতা জানান উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত উদ্যোগে প্রনোদনার মাধ্যমে তালুকশাবাজ চরে ৬০জন চাষি ৬০ একর জমিতে কুমড়া চাষ করেছে, তাদের ২৫ শতক জমিতে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা, ফলনও ভাল হয়েছে, দাম ও ভাল পাচ্ছে, দ্বিগুন লাভের আশা তাদের, তবে সংরক্ষনের সমস্যার কথা জানিয়েছেন তারা। কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, তালুকশাহবাজ চরে ১৬২জন চাষি ৩৫০ একর জমিতে ব্যাংঙ্কক-১ জাতের কুমড়া চাষ করেছে, উপজেলায় ৫০০ একর জমিতে কুমড়া চাষ হয়েছে। ৬০ জন চাষি কে প্রনোদনা প্রদান করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া আনুকলে থাকায় ফলন ভাল হয়েছে, চাষিরা দামও ভাল পাচ্ছে। পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শিউলি রিচিল, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমুখ।