এস এম রাফি ৭ জুন ২০২৩ , ৪:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-কাউনিয়ার তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী(রিং) জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় তিস্তা রেল সেতু সংলগ্ন মাঝ নদীতে অভিযান চালিয়ে ৪৮ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারী(রিং) জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। অভিযানের এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো:বদরুজ্জামান মানিক,সহকারী পরিচালক রংপুর মৎস্য দপ্তর সানী খান মজলিস,উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোনীতা দাস, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার,জেলা মৎস্য জরীপ কর্মকর্তা ,মোঃ রেজাউল কবীর, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুব-উল-আলম ক্ষেত্র সহকারী মোঃ আশরাফুল ইসলাম পরে জব্দকৃত জালগুলো তিস্তা রেল সেতুর নিচে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার জানান,এসব জাল মাছের জন্য খুবই ক্ষতিকর। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রিং ও কারেন্ট জাল সহ সকল ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।