সারাদেশ

কাউনিয়ায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা!

  এস এম রাফি ৩১ জুলাই ২০২৩ , ৭:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় শাপলা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে ঘরের ধর্ণার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

রবিবার রাতে পুলিশী সুরতহাল রিপোর্ট তৈরির পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহত শাপলা আক্তার সারাই ইউনিয়নের দরিমদন মোহন পাঠানপাড়া গ্ৰামের দর্জি শ্রমিক সেলিম মিয়ার একমাত্র মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ বিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর থেকে ভীষণ কান্না কাটি করে। শিক্ষার্থী শনিবার দুপুরে অকৃতকার্য বিজ্ঞান বিষয়ে শিক্ষা বোর্ডে পুর্ণ নিরীক্ষণের আবেদন করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে টাকা দিতে পারে নাই মা রেহেনা বেগম। পুর্ণ নিরীক্ষণের টাকা না পেয়ে শাপলা মন খারাপ করে। রোববার দুপুরে সবার অজান্তে ওই কিশোরী শাড়ি কাপড় পেঁচিয়ে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ছোট ভাই ঘরে ঢুকে বোনের লাশ ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ঘরে ঢুকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ নিচে নামায়। পরে খবর পেয়ে হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।