বিবিধ

কাউনিয়ায় পুর্বশত্রুতার জেড়ে খড়ের পালায় আগুন

  এস এম রাফি ২২ জানুয়ারি ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলায় পুর্ব শত্রুতার জেড়ে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে একটি খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার একুশে জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে এগারোটা দিকে বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে বক্তেজ আলীর পুত্র জিয়াউর রহমানের গোয়াল ঘরের সাথে খড়ের পালায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ডাক -চিৎকার করিলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীরা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে পঞ্চাশ হাজার হাজার টাকা ক্ষতি সাধিত হয়।

এ ঘটনায় জিয়াউর রহমান কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের বক্তেজ জামানের পুত্র জিয়াউর রহমানের সাথে একই এলাকার মৃত নজম উদ্দিনের পুত্র মিজানুর রহমান ও জবেদ আলীর পুত্র এরশাদ হোসেন এর দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। মিজানুর রহমান গং জিয়াউর রহমানের পরিবারকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করে আসছিলেন।

তাদের বিরোধ নিষ্পত্তির লক্ষে স্থানীয় ভাবে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে সালিশ বৈঠক হলেও মিজানুর রহমান গং সেই সালিশী বৈঠকের তোয়াক্কা না করে আবারো হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করতে থাকে। তাই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমানের ধারনা পুর্ব শত্রুতা জেড়ে মিজানুর এবং এরশাদ তাদের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা আরো জানান, পুর্ব শত্রুতার জেরেই বাড়ীতে কেউ না থাকার সুযোগে কেউ খড়ের পাল্লায় আগুন ধরিয়ে দিয়েছে ।

স্থানীয় সাবেক মেম্বার আশরাফুল ইসলাম বলেন, আমি আমার কৃষি জমিতে কাজ করছিলাম হঠাৎ আগুনের ধোয়া দেখতে পেয়ে এগিয়ে যেয়ে দেখি বাড়ীতে কেউ নেই। তখন ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস খুব দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খড়ের পালায় আগুন লাগার খবর শুনে স্থানীয় ইউপি সদস্য সোহরাব উদ্দিন ও দ্রুত ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাসির বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য ইতিপূর্বেও পৈত্রিক সম্পত্তিতে গাছপালা কাটাকে কেন্দ্র করে জিয়াউর রহমানসহ তার পরিবারের উপর হামলার চেষ্টা ও বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে এবং জিয়াউর রহমান থানায় অভিযোগ ও করেছিলেন।