বিবিধ

কাউনিয়ায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা

  এস এম রাফি ১৮ জুলাই ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ১৮ জুলাই উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয়ান ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশনের অর্থায়নে , কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তা ও ইএসডিও- র বাস্তবায়নে জানো প্রকল্পের সহোযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক পুষ্টি কর্মপরিকল্পন ২০২৩-২০২৪ প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারোয়ার আলম মুকুল আইসিটি অফিসার মাহমুদা আক্তার কেয়ার বাংলাদেশ জানো প্রকল্প ফিল্ড অফিসার হরিদাস বর্মন, সিদ্দিকুর রহমান রুবিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ম্যানেজার ইউএস ডিও জানো প্রকল্প কল্পনা রানী সভায় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করা হয়।