সারাদেশ

কাউনিয়ায় প্রিএক্লাম্পসিয়া ও এক্লাম্পসিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপনী

  এস এম রাফি ১৭ আগস্ট ২০২৩ , ৬:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে প্রি-এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সমাপ্ত হয়।

প্রশিক্ষণে সমাপণী পর্বে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা রংপুর ডাঃ এসএম সাইদুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডাঃ সিনথিয়া সিদ্দিকা, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সাব্বির আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ সাহিদুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ এর অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং মোঃ নাজমুল হুদা ডাকুয়া এবং অফিসার-গভঃ রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন মোঃ গোলাম কিবরিয়া। প্রশিক্ষণ কর্মশালায় মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইভস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া এবং সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ ২৪ জন অংশগ্রহন করেন। পরে প্রশিক্ষনার্থীদেও মাঝে উপকরণ বিতরণ করা হয়।