এস এম রাফি ২৯ জানুয়ারি ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- জমি তৈরি বীজ তলা থেকে চাড়া তুলে জমিতে রোপণ সহ বোরো ধান আবাদে ব্যাস্ত রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক কৃষাণীরা, ঘন কুয়াশা, হিমেল হাওয়া, কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো চারা রোপণে মেতে উঠেছেন তারা।
উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ চালিত সেচ পাম্প, ডিজেল চালিত ইঞ্জিন (শ্যালো মেশিন) দিয়ে সেচ সরবরাহের মাধ্যমে জমিতে কৃষক-কৃষাণীরা জমিতে হালচাষ, মই টেনে জমি সমান করা, সার প্রয়োগ, আবার অনেকে অধিক শ্রমিক নিয়ে ঝাঁকে ঝাঁকে বোরোর চারা রোপণ করছেন।
শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া এলাকার কৃষক আব্দুর রহিম বলেন হামরা ছোট-খাটো কৃষক মানুষ, হামার বেশি আবাদি জমি নাই, মিচ্চে এ্যানা (অল্প) জায়গা আছে, ওটায় আবাদ করি। মানুষোক নিয়ে কাম করে নেইনা, নিজেই সব করি। বছরে ইরি আর আমন ধান লাগাউ, তাতে আল্লাহ দিলে ভালোই আবাদ হয়,ভালোই চলে এবারও লাগাছি হামরা,দেখু কি হয়।
কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী জানান আমন ধান কাটা-মাড়ায়ের পর ওই জমিতে কৃষকরা সরিষা ও আলুর চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। এখন শুরু হয়েছে বোরো মৌসুম। বোরো ধান চাষের জন্য জমি তৈরি করে, তাতে ধানের চারা রোপণ শুরু করেছেন চাষিরা। আশা করছি এবারও কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন।’এবারে উপজেলায় ৭ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ নির্ধারণ করা হয়েছে।