এস এম রাফি ২৪ মার্চ ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়ায় শুক্রবার সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে স্ট্রোক করে রোজা থেকেই ক্ষেতেই মারা গেলেন কৃষক নূরুল হক নূরুল(৫৯)।
পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়ন নাজিরদহ বকুল তলা তিস্তার নতুন চরে ভুট্টা ক্ষেতে সেচ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন নিয়ে যায়। ইঞ্জিন চালু করার সময় স্ট্রোক করে ক্ষেতেই মারা যান কৃষক নূরুল হক নূরুল ( ৫৯) তিনি প্রথমবার শ্যালো ইঞ্জিন চালু করার পর তা বন্ধ হয়ে যায় পরে দ্বিতীয় বার শ্যালো ইঞ্জিন চালু করার সময় মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাশে থাকা এক কৃষক মারা যাওয়ার খবর বাড়িতে দিলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কৃষক নূরুল হক নূরুল উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা)গ্রামের মৃত্যু ননু ভূঈয়ার ২য় পুত্র।
হারাগাছ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান বসুনিয়া স্ট্রোক করে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।