বিবিধ

কাউনিয়ায় মডেল মসজিদে চাকুরী ও জমির মূল্য পরিশোধের দাবিতে সাংবাদিক সন্মেলন

  এস এম রাফি ২ জানুয়ারি ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় মডেল মসজিদে চাকুরী ও জমির মূল্য পরিশোধের দাবিতে সাংবাদিক সন্মেলন

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় সরকারি ভাবে নির্মিত উপজেলা মডেল মসজিদে জমি দাতার পরিবারের একজন সদস্য কে চাকুরী প্রদান ও দান পত্রের অতিরিক্ত সোয়া দুই শতক জমির মূল্য পরিশোধের দাবী জানিয়ে সাংবাদিক সন্মেলন করেছে জমিদাতা গোলাম মওলা।
কাউনিয়া উপজেলা অলনাইন প্রেস ক্লাবে গত সোমবার দুপুরে আয়োজিত সাংবাদিক সন্মেলনে নিজপাড়া গ্রামের বাসিন্দা মৃত্যু আবু ইউসুফের পুত্র মোঃ গোলাম মওলা লিখিত বক্তব্যে বলেন মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক তাকে আশ্বাস প্রদান করে বলেন তিনি যদি মডেল মসজিদে জমি দান করেন তা হলে তার পরিবারের একজন কে মসজিদে চাকুরী দেয়া হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে গোলাম মওলা ডিপি খতিয়ান নং ১৫৮ দাগনং ৩০১৫ থেকে ৪ শতাংশ জমি মসজিদে দানপত্র দলিল করে দেন। মডেল মসজিদে চাকুরী দেয়া তো দূরের কথা উল্টো তার নিজ নামীয় আরো সোয়া দুই শতক জমি দখল করে মসজিদ ভবন নির্মাণ করেন। বর্তমানে উক্ত সোয়া দুই শতক জমির মূল্য প্রায় সাত লক্ষ টাকা। যেহেতু তার দানপত্র দেয়া ৪ শতাংশ জমির অতিরিক্ত নিজ নামীয় সোয়া দুই শতক জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে। সেহেতু তার জমির মূল্য পরিশোধ ও পরিবারের একজনকে চাকুরী দেয়ার জন্য ধর্ম মন্ত্রনালয় ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট দাবী জানান। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগ পেশ করেও কোন সুরাহা পাননি তিনি।