বিবিধ

কাউনিয়ায় মৌসুমের প্রথম বৃষ্টিতে রাস্তায় কাঁদা পানিঃ জনদূর্ভোগ

  এস এম রাফি ২০ মার্চ ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-মৌসুমের প্রথম বৃষ্টিতে কাউনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র গালস্ স্কুল মোড় থানা রোড ও টেপা মধুপুর রোড বাগদাদ মার্কেট পর্যন্ত রাস্তার উপর কাঁদা পানি জমে পথচারীদের দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
রবিবার ও সোমবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টিতে গালস্ স্কুল মোড়ে পানি জমে কাঁদার সৃষ্টি হয়েছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ উপজেলায় দাপ্তরিক কাজ সহ বাজার করতে আসা পথচারীদের দূর্ভোগে পড়তে হচ্ছে। এ রাস্তা দিয়ে থানা, বালাপাড়া ইউনিয়ন পরিষদ,কাউনিয়া কলেজ, মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া মহিলা কলেজ, উপজেলার বৃহৎ তকিপল হাটে যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এটি। এ পথে কর্তা ব্যক্তিরা সব সময় চলাচল করলেও রাস্তার এ চিত্র কারো নজরে আসছে না। পরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ না করায় সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এ স্থানে হাটি পানি জমে থাকে। মাঝে মধ্যে সামান্য কিছু সংস্কার কাজ করলেও স্থায়ী ও পরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ করা না হলে এ অবস্থা থেকে মুক্তি মিলবে না। গালস্ মোড়ের ব্যবসায়ী জসিম টেলিকমের মালিক জসিম উদ্দিন বলেন সামান্য বৃষ্টিতে রাস্তায় কাঁদা পানি জমে পথচারীদের দূর্ভোগের সৃষ্টি হয়। বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে রাস্তার কাজের সমস্যার সমাধান দ্রুত হবে।