বিবিধ

কাউনিয়ায় সামন্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা : ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৬ মে ২০২৫ , ৫:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সামন্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায় কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা । ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় মাঠটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বিদ্যালয় মাঠ টি জলমগ্ন হয়ে পড়েছে । ফলে কাঁদা পানি মাড়িয়ে প্রায় ৮শ’ শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায় । এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ভিজে যায় বই খাতা।
এ ছাড়াও মাঠে জমে থাকা কাঁদাপানির কারণে শিক্ষার্থীরা  সমাবেশ ও খেলাধুলা করতে  পারে না। এতে করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দিলরুবা আক্তার,রাবেয়া আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী আসমানী,মিতু আক্তার বলেন মাঠে পানি থাকার  কারণে আমরা সমাবেশে অংশ নিতে ও টিফিন টাইমে খেলাধুলা করতে পারি না। তাই বিদ্যালয়ের মাঠটি দ্রুত সংস্কার করার দাবি জানায় তারা ।
স্থানীয়রা জানায়, মাঠটি শুধু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরই নয়, গ্রামের ছেলে মেয়েদেরও খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার হয়। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না এবং পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী বলেন রাস্তা থেকে মাঠটি নিচু এবং বিদ্যালয়ে দক্ষিণ ও পশ্চিম দিকে একতা হাট বাজারের পানি গড়িয়ে গড়িয়ে বিদ্যালয় মাঠে এসে জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হয় । বর্ষা শুরুর আগেই তিনি বিদ্যালয়ের মাঠ টি সংস্কার ও মাটি ভরাট করে উচু করার দাবি জানান।