বিবিধ

কাউনিয়ায় ১৩ হাফেজ ছাত্রের দস্তরবন্দী ও সনদ বিতরণ

  এস এম রাফি ২৯ জানুয়ারি ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ১৩ জন হাফেজ ছাত্রের দস্তরবন্দী ও সনদ বিতরণ উপলক্ষে বদরীন সম্মেলন ও ওয়াজ মাহফিল গত শনিবার রাতে রেল স্টেশন মাঠে বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বদরীন সম্মেলন ও ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মোহতামীম শালবন রহমানিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা জয়পুর হাট হাফেজ হযরত মাওলানা মোঃ শামীম ওছমানী। ২য় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন খতিব কেন্দ্রীয় জামে মসজিদ ফুলবাড়িয়া মোমেনশাহী হযরত মাওলানা মুফতি মোঃ মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবীব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, বিশিষ্ট্য সমাজ সেবক হাফেজ মোঃ সাইফুল, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আলহাজ¦ মিনহাজুর রহমান হেনা, সাধারন সম্পাদক ও কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহতামীম আলহাজ¦ আব্দুল কুদ্দুস প্রমূখ। প্রধান বক্তা মাওলানা মোঃ শামীম ওছমানী সহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসা থেকে পুনাঙ্গ হাফেজ হওয়ায় ১৩জন ছাত্র কে পাগরী পরিয়ে দস্তরবন্দী ও সাটিফিকেট প্রদান করেন।