বিবিধ

কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  uadmin ১৪ মার্চ ২০২৫ , ৮:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩,  বৃহস্পতিবার সন্ধায়  রংপুর কুড়িগ্রাম মহাসড়কে  উপজেলার  বেইলী ব্রীজের নিকটে ব্যাটারীচালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়েছে। 
এসময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুর হাট গ্রামের আমজাদ হোসেনের পুত্র হাবিল (২৪) কাবিল(২৪) একই এলাকার  আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র মোস্তফা কামাল(১৯) ও ময়েজ উদ্দিনের পুত্র মেহের চিশতি (২৮) উক্ত গাঁজা সহ আটক করা হয়। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা। এসময় তাদের কাছ থেকে ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
পরে র‍্যাব-১৩ গাঁজা সহ আসামিদের রাতেই  থানায় সোপর্দ করে। 
থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ  বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)সারণি ১৯(গ)/৩৮/৪১ধারায় মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।