এস এম রাফি ১৫ মে ২০২৩ , ৩:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ-
আশা এনজিও-র কাউনিয়ার খানসামা হাট ব্র্যাঞ্চে সোমবার সকালে ৩ ব্যাপি ফিজিওথেরাপি ক্যাম্পের
উদ্বোধন করা হয়েছে।
আশা’র কাউনিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, বক্তব্য রাখেন আশা’র খানসামা হাট ব্র্যাঞ্চের সিনিয়র ম্যানেজার ফারায়েজ হোসেন,এবিএম মো: নুর আলম, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মোঃ রুহুল আমিন, ডা.হাবিবা আক্তার, শিক্ষা সুপারভাইজার শাহ আলম প্রমূখ। সারাদেশে ১৫২ টি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আশার সদস্যদের স্বাস্থ্যসেবা এবং ২৭ কেন্দ্রের মাধ্যমেই ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আশা এনজিও-র খানসামা হাট শাখায় ১৫,১৬ ও ১৭ মে ৩ দিন ব্যাপি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হবে।