বিবিধ

কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সভা

  এস এম রাফি ৮ জুন ২০২৩ , ২:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো- আপারেশনের অর্থায়নে কেয়ার বাংলাদেশ,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়। নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আজম আলী সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান,আসাদুল ইসলাম,তোজাম্মেল হোসেন,প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ রমজান আলী,সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া,শিক্ষক প্রতিনিধি মাওলানা আলমগীর হোসেন, আব্দুল হাই আল হাদী, জাহিদা নাসরীন,জানো প্রকল্পের স্কুল ভলান্টিয়ার ডলি আক্তার প্রমূখ। বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে ব্যবস্থাপনা কমিটির মধ্যে আলোচনা হয়।