বিবিধ

কাউনিয়ার শিপুন আখতার বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ টীমের সহকারী লিডার ট্রেনার নির্বাচিত

  এস এম রাফি ১১ জুলাই ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ-কাউনিয়া উপজেলায় এই প্রথম শিপুন আখতার বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ টীমের একজন সহকারী লিডার ট্রেনার নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ধর্মেশ্বর মহেশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ স্কাউট জাতীয় প্রশিক্ষণ টিমের একজন সদস্য। তিনি ২০১১ সালে সুইডেনে ২২ তম ও জাপানে ২৩ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ গ্রহন করেছেন। এছাড়াও বাংলাদেশ স্কাউট রংপুর জেলা সহকারী কমিশনার, কাব ক্যাম্বরীর প্রোগ্রাম চীফ,দিনাজপুর অঞ্চলের বিভিন্ন কাব স্কাউট ইউনিট লিডার, বেসিক, এ্যাডভান্স ও স্কীল কোর্সের প্রশিক্ষক হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস কাউনিয়া উপজেলা, রংপুর মোঃ মহিদুল হক মহোদয় শিপুন আখতারের হাতে ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার শায়লা সাঈদ,উপজেলা স্কাউট সম্পাদক মো: ফাকের সরকার, কোষাধ্যক্ষ শাহ মোঃ ইকবাল হোসেন, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। পরে প্রধান শিক্ষক শিপুন আখতারের হাতে ক্রেস্ট তোলে দেওয়া হয়।