বিবিধ

কাউনিয়া টেপা মধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৩ মে ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা ১৩-১৪ ২০২৫ইং মঙ্গলবার ও বুধবার সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত আশা টেপা মধুপুর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আশা শিক্ষা অফিসার মো. রিফাত হোসেনের সার্বিক দিক নির্দেশনায় রংপুর জেলায় আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা ও একজন শিক্ষা সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইউ. আর.সি ইনস্ট্রাক্টর মো. এ কে এম আনোয়ারুল ইসলাম,সার্বিক সহযোগিতা ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহিনুর আলম ও শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহমেদ। এ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে আশা নিজস্ব অর্থায়নে পরিচালিত বেকারত্ব দূরীকরণে ও প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি, শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন।মোট শিক্ষা সেবিকা ১৫৭৫০ জন। মোট শিক্ষার্থী প্রায় ছয় লক্ষ।