এস এম রাফি ১৪ আগস্ট ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়া উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির পুষ্টি কর্মপরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয়ান ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তা ও ইএসডিও-র বাস্তবায়নে জানো প্রকল্পের সহোযোগীতায় উপজেলা ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন জুনিয়র কনসাালটেন্ট (অর্থোপেডিক্স) ডাঃ মোঃ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারবীন, মৎস্য কর্মকর্তা ফারজানা আকতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহীদুল ইসলাম, সহকারী জনসাস্থ্য প্রকৌশলী সিউলী রিচিল, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডিপার্টমেন্টের আইসিটি প্রতিনিধিণ । প্রশিক্ষণের উদ্দেশ্য হলে ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টালের প্যাকটিক্যাল সেশন কর্ম পরিকল্পনা ও অগ্রগতি এন্ট্রি, ল্যানিং অ্যাপ কি, ই-সেশন ই-এসবি সিসি, জানো ই-লানিং ফর ফ্রন্ট লাইন ওয়াকার, নলেজপোর্টাল অন অ্যাপ গুলো প্রশিক্ষণ এর মাধ্যমে শিখানো হয়, প্রশিক্ষণে সঞ্চালন করেন আইসিটি কনসালন্টেন্ট অফিসার মাহমুদা আক্তার কেয়ার বাংলাদেশ জানো প্রকল্প রংপুর, সহযোগীতায় ছিলেন উপজেলা ম্যানেজার ইএসডিও জানো প্রকল্প কল্পনা রানী, প্রশিক্ষণে জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের মূল্যয়ান ও রিপোর্টিং সিস্টেম বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করা হয়।