সারাদেশ

কাউনিয়া রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা

  কাউনিয়া প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৫:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

কাউনিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে র‍্যালি আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার,থানা ইনচার্জ ওসি এস এম শরিফ, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ বিআরডিবি অফিসার আফছানা জাহান প্রমূখ।
পরে নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।