এস এম রাফি ২ এপ্রিল ২০২৩ , ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা ভুমি অফিসে সেবা গ্রহীতাদের বসার জন্য নির্মিত মাটির পরশ ঘরটির উপর গত ৭দিন আগে হঠাৎ ঝড়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের গাছ পড়ে লন্ড ভন্ড হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা নজরে আসছে না। কর্তৃপক্ষ যেন নিরব দর্শক।
সরেজমিনে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, ২০১৭ সালের ১৭জুলাই তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর পরিকল্পনায় উপজেলা পরিষদের অর্থায়নে সেবা গ্রহীতাদের জন্য হেল্প ডেক্স মাটির পরশ নামে নান্দনিক ঘরটি নির্মান করা হয়। সেই মাটির পরশ ঘরটির উপর গত সাত দিন আগে হঠাৎ ঝড়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের একটি ইউক্লিপটাস গাছের ডাল পড়ে লন্ড ভন্ড হয়ে গেলেও গাছটি সরানোর কোন ব্যবস্থা করা হচ্ছে না। অনুসন্ধানে জানাগেছে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ৩টি গাছ উন্মুক্ত ডাকের মাধ্যমে ৩বার বিক্রির ব্যবস্থা করা হলেও অজ্ঞাত কারনে তা বিক্রি করা হয়নি। সেই গাছ গুলোর মধ্যে ঝুকি পূর্ন গাছ ছিল একটি, সেই গাছ পড়ে এতো টাকা ব্যায়ে নান্দনিক সেবা গ্রহীতাদের জন্য হেল্প ডেক্স মাটির পরশ ঘরটি নষ্ট হলেও এটি সরাতে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। গত রবিবার ভূমি অফিসে সেবা নিতে আসা আঃ রাজ্জাক জানান, গাছটি পড়ে ঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে, ঘরটি অনেক সুন্দর ছিল কিন্তু কর্তুপক্ষের গাফিলতির কারনে এতো বড় ক্ষতি হয়ে গেল। সেই সময়ে উন্মুক্ত নিলামে গাছ ক্রয় করতে আসা শফিকুল ইসলাম জানান, গাছগুলো বাজার মূল্যেও চেয়ে সরকারী মূল্য বেশী ও গাছটি ঝুকি পূর্ন হওয়ায় কাটতে গিয়ে সরকারী সম্পদ নষ্ট হওয়ার ঝুকি থাকায় এতো দামে কেউ কিনতে চায়নি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, গাছের মূল্য নির্ধারনের কাজ বন বিভাগের, এখানে আমার কিছু করার নাই। বন বিভাগকে গাছের মূল্য পূনঃনির্ধারনের জন্য বলা হলেও তা এখনও পাই নি। সেই সময় গাছগুলো বিক্রয় হলে হয়তো এতা বড় ক্ষতি হতো না। পড়ে যাওয়া গাছ সরানোর ব্যবস্থা করা হবে। নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনিতা দাস জানান, গাছ পড়ে মাটির পরশ ঘরটির ক্ষতির বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কে জানিয়েছি, তারা ব্যবস্থা নেয়ার কথা। আর গাছ কাটা লেবার না পাওয়ার কারনে গাছটি সরান সম্ভব হয়নি। আশা করছি দ্রæত সরানোর ব্যবস্থা করা হবে। বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে অভাবে সরকারের এতো বড় ক্ষতি হলো এ দায় কার ? জনগন জানতে চায়।