সারাদেশ

কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

  কুড়িগ্রাম প্রতিনিধি: ৩ জানুয়ারি ২০২৫ , ৫:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শীতের
দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢেঁকে গেছে সমগ্র জেলা।
আজ শুক্রবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিনের বেলা সুর্যের উত্তাপ না থাকায় সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে তাপমাত্রা নিম্নগামী হওয়ায় তীব্র শীত
শীত অনুভুত হয়।
তীব্র ঠান্ডায় সবচেয়ে বিড়ম্বনায় পড়েছে অতি দরিদ্র,
খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবিরা।জরুরী প্রয়োজন ছাড়া লোকজন লোকজন বাইরে বের হচেছ না।
গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে।
শৈত্য প্রবাহের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপ চরের
কয়েক লাখ অতিদরিদ্র মানুষগুলো।