সারাদেশ

কুড়িগ্রামে একঘন্টার সিভিল সার্জন হলেন মার্জিয়া মেধা

  uadmin ৩১ অক্টোবর ২০২৩ , ৩:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে এক ঘন্টার সিভিল সার্জনের দায়িত্ব পালন করলেন জেলা কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মার্জিয়া মেধা। সমাজে কন্যা শিশুর অধিকার ও গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ুথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে মার্জিয়া মেধার কাছে প্রতীকি দায়িত্ব হস্তান্তর করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডা. আনম গোলাম মোহাইমেন, শিশু সংগঠক ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়েস বাংলাদেশ’র জেলা সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, কার্যকরী সদস্য সংগ্রামী প্রীতি বাঁধন।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের চাইল্ড পার্লামেন্ট সদস্য কেএম নাজমুস সাকিব শাহী।

নতুন দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি স্বাস্থ্যবিভাগের সকল কর্মকর্তাদের সাথে পরিচিত হন। পরে প্রাক্তন সিভিল সার্জনসহ স্বাস্থ্যবিভাগের চিকিৎসকদের সাথে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ, শিশুবিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।

পরে সিভিল সার্জন কার্যালয় হলরুমে অনুষ্ঠিত টেকওভার অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন মার্জিয়া মেধা উপস্থিত সকলের সামনে জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৭দফা সুপারিশমালা উপস্থাপন করেন। সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ সুপারিশমালাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান।