বিবিধ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  এস এম রাফি ১৪ এপ্রিল ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ গানটিকে প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামে মঙ্গল কামনায় শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে মিলিত হয়।
এখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, একুশে পদকে ভুষিত গুণিজন অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ। পরে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয।

এদিকে, চিলমারীতে এ উৎসবকে ঘিরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে দুইদিন ব্যাপী একটি মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনে আয়োজনে বর্ষবরণ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, তথ্য আপা শারমীন আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ মেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর তথ্যআপা’র সহযোগীতায় অনুষ্ঠিত উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে দুইদিন ব্যাপী মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলা দশটি স্টলে বসেছিল বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি হাতের কাজ।