কুড়িগ্রাম প্রতিনিধি: ৫ জুলাই ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সাম্প্রতিক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ নিরসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদ, সদরের ওসি মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।