কুড়িগ্রাম প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
যতই দিন যাচ্ছে ঠান্ডা ততই বাড়ছে ঘন কুয়াশা থাকায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।এতে করে দুভোগে পড়েছে কুড়িগ্রামের সাধারণ মানুষ।
শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন।
শনিবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। উত্তরীয় হিমেল হাওয়ায় বেশি কষ্ট পাচ্ছেন নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষ। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেউ কেউ বের হচ্ছে না।
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর সভার এলাকার আনারুল ইসলাম বলেন, গত দুই দিন থাকি ডান্ডা পড়েছে আজ ঘন কুয়াশা পড়ায় মানুষের খুব কষ্ট হচ্ছে।
যাত্রপুর এলাকার অটো চালক আবদুল জলিল মিয়া বলেন আজ কুয়াশা ও ডান্ডা পড়েছে তুবুও বের না হলে বউ বাচ্চা নিয়ে খামো কি আল্লাহ ভরসায় বের হলাম।
এবিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,জেলায় তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই।