কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলা বিএনপি’র (সুপার ফাইব) পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।কমিটি ঘোষণার সাথে শহরের মোরে মিষ্টি বিতরন করতে দেখা যায়।নেতাকর্মীদের শ্লোগান,মিছিলে মুখরিত গোটা শহর জুড়ে।
সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার পড়েই বিএনপির দলীয় সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অভিনন্দন আর ফুলেল শুভেচছা দিয়েছেন।
ঘোষিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা
যুগ্ন আহবায়ক ১ শফিকুল ইসলাম বেবু যুগ্ন আহবায়ক ২ হাসিবুর রহমান হাসিব সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও সদস্য করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভিরুল ইসলাম। ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা বাদ পড়েছেন।