কুড়িগ্রাম প্রতিনিধি: ৭ মার্চ ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আজ দুপুরে কুড়িগ্রামের সোনাহাট সেতুর কাজের অগ্রগতি পরির্দশন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:সুরুজ মিয়া, শিশির কান্তি রাউৎ ব্রীজ ম্যানেজম্যান্ট উইং।
আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ রাকিবুল হাসান,সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এসময় প্রধান প্রকৌশলী জানান জনসাধারণের জনদুর্ভোগ কমাতে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দিয়েছি চলতি বছরের শেষে কাজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ডিপুটি ডিরেক্টর আবুল কালাম মজুমদার জানান কাজের মান বজায় রেখে নিদিষ্ট সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করতে প্রচেষ্ঠা চালাচ্ছি।