সারাদেশ

কুড়িগ্রাম-১ আসনে আ. লীগের প্রার্থী প্রত‍্যাহার, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত‍্যাহারের শেষ দিনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস‍্য আছলাম হোসেন সওদাগর তার প্রার্থীতা প্রত‍্যাহার করে নিয়েছেন।

রবিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিজের মনোনয়ন পত্র প্রত‍্যাহার করেন তিনি।

এতে করে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব‍্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। তাদের মধ্যে ৬ জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্র যাছাই বাছাইয়ের সময় কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থীর মধ্যে
স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানে প্রার্থীতা বাতিল করে ৬জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রবিবার(১৭ ডিসেম্বর ) মনোনয়ন পত্র প্রত‍্যাহারের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর তার মনোনয়ন পত্র প্রত‍্যাহার করেন। ফলে কুড়িগ্রাম-১ আসনে ৫ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীগুলো হলো জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, জাকের পার্টির মো. আব্দুল হাই, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী মো. লতিফুল কবির, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনিরুজ্জামান খান ভাষানী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নুর মোহাম্মদ।

কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।