বিবিধ

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত মোতাবেক ২৮ কুড়িগ্রাম-০৪ সংসদীয় আসনে চূড়ান্ত ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
গণঅভ্যুথানের পর অন্তর্বতীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও উত্তরের জেলা কুড়িগ্রাম ৪ আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে কুড়িগ্রাম-১ আসনের বিষয়ে এখনো কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি বলে জানান।

জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা সুরা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রামে তিনটি সংসদীয় আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়। তার মধ্যে ২৮ কুড়িগ্রাম-৪ আসন থেকে আবারো মনোনয়ন পেলেন আলহাজ¦ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।

রৌমারী, চররাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে ২৮ কুড়িগ্রাম-৪ আসন গঠিত। আর এই আসনে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির , বিশিষ্ঠি ব্যবসায়ী আলহাজ¦ মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতের প্রার্থী করা হয়। তিনি ইতি পূর্বে রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তার বাড়ি রৌমারীর যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে।