সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে নৌকা পেতে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে নৌকা পেতে ১৮ জন দলীয় মনোনয়নপত্র কিনে দলের নীতি নির্ধারকদের কাছে জমা দিয়েছেন। এখন অপেক্ষায় রয়েছেন, দলীয় প্রধানের সিদ্ধান্তের দিকে।

এদিকে এ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ১৮ জনের মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নিজ নিজ প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষে নৌকা পাওয়ার পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করে যাচ্ছেন।

এর আগে সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন জনসমাগম স্থল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষে বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে চিলমারী উপজেলা থেকে নির্বাচনী প্রচারণাসহ চালানোসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন, রৌমারী থেকে সাতজন ও রাজিবপুর উপজেলা থেকে চারজন।

এ আসনে নৌকা পেতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জেলার সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা বিপ্লব হাসান পলাশ, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন তাতা, রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ডা. ফারুকুল ইসলাম ফারুক , জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুরাদ লতিফ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সহসভাপতি ফজলুল হক মনি, অ্যাডভোকেট মাসুম ইকবাল, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু, রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু আহমেদ খোকা, রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ, আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সরকার, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মশিউর রহমান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম দলীয় মনোনয়নপত্র কিনে দলের নীতি নির্ধারকদের কাছে জমা দিয়েছেন।