চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ থেকে শুরু হয়েছে। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে এখন থেকেই নির্বাচনী লড়াইয়ের প্রচার-প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন প্রার্থীরা।
কুড়িগ্রাম-৪ আসনে প্রতিক পেয়েছেন যারা:
উল্লেখ, কুড়িগ্রামের মোট চারটি আসনে প্রার্থীর সংখ্যা ২৬ জন। গতকাল প্রত্যাহার করেছেন ৬ জন। এখন চারটি আসনে নৌকার প্রার্থী রয়েছেন ২ জন, স্বতন্ত্র ৫ জন, জাতীয় পার্টি ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১ জন, জাকের পার্টির ১ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১ জন, বাংলাদেশ কংগ্রেসের ২ জন, তৃণমূল বিএনপির ২ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২ জন ও জাতীয় পার্টির (জেপি) ১ জন।