এস এম রাফি ২৭ অক্টোবর ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভারে টিপস সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি সিসিইউতে ‘মোটামুটি’ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা আপনারা সবাই জানেন যে, বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তারা গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে, তারা যে কাজের জন্য এসেছিলেন একটা প্রসিডিউর সেই প্রসিডিউর করতে পেরেছেন। ম্যাডাম এখনো সিসিইউতে আছেন এবং ডাক্তাররা তার সঙ্গে কথা বলছেন। যে পোস্ট অপারেশন, এখন পর্যন্ত মোটামুটি আছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ চিকিৎসকরা।
৭৮ বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তবে এখন লিভার সিরোসিসের অনেক জটিলতা আছে জানিয়ে চিকিৎসকরা বলেছেন, পেটে রক্তক্ষরণ হচ্ছে। বারবার বুকে পানি চলে আসছে। তার অপসারণ করতে বারবার আইসিইউতে নিতে হয়েছিল। এই ‘টিপস’ এর পরে রক্তক্ষরণ ও পানি জমার উপশম হবে।
সূত্র: ব্রেকিং নিউজ।