সারাদেশ

গণজাগরণের নাট্যোৎসবে কুড়িগ্রামে পথনাটক “ঢিল ছোঁড়া” মঞ্চস্থ

  কুড়িগ্রাম প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গণজাগরণের শিল্প আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে পথনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্প কলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম শহরের ৩টি স্পটে পথনাটক “ঢিল ছোঁড়া” মঞ্চায়ন করে।

শনিবার সন্ধ্যায় শহরের চর হরিকেশ, মাঝিপাড়া ও দক্ষিণ পাড়া মন্দির চত্বরে নাটকটি মঞ্চস্থ করা হয়। দূর্নীতি বিরোধী সচেতনতামূলক এ নাটকটি পরিবেশনের আগে বক্তব্য রাখেন- প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সহ-সভাপতি আশিষ বক্সী প্রমূখ।

নাট্যকার আজিজুল হক বাবু রচিত ও সারোয়ার হোসেন সঞ্জু নির্দেশিত পথনাটকে অভিনয় করে- সারোয়ার হোসেন সঞ্জু, বিপ্লব তরফদার, মৌসুমী রহমান বুবলি, পার্থ প্রতিম চক্রবতী, এনামুল হক, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ। আবহ সংগীতে অংশ নেয় লিটন দাস ও দিবাকর বোস দিগন্ত। ৩টি স্পটে পথনাটকটি বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা উপভোগ করে।