সারাদেশ

গাইবান্ধার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মতবিনিময়

  এস এম রাফি ৩১ জুলাই ২০২৩ , ৮:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে ৩১ জুলাই সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম, এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা গোবিন্দলাল দাস, দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল,বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, বাসস প্রতিনিধি সরকার মো.শহিদুজ্জামান, প্রথম আলোর সাহাবুল শাহিন তোতা, আর টিভির ফেরদাউস জুয়েল,প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, গ্লোবাল টিভির আতিকুর রহমান আতিক বাবু, সময়টিভির এসএম বিপ্লব,গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল,দৈনিক প্রথম খবর পত্রিকার স্ট্যাফ রিপোটার আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

এ মতবিনিময় নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান , গাইবান্ধার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি সমাজের গঠন মূলক ও দেশের উন্নয়ন মূলক কাজে সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান। এবং পূর্বের ন্যায় সকলের জন্য জেলা প্রশাসক দরজা সব সময় খোলা থাকার লক্ষে প্রতি সপ্তাহে দুই দিন গণশুনানীর কার্যক্রম চলমান রাখার হবে বলে জানান তিনি।

উল্লেখ্য,গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা । তিনি এর আগে মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।