বিবিধ

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ভিক্ষুক কেরামত আলীর পাশে দাড়ালেন ওসি মোন্তাছের বিল্লাহ

  এস এম রাফি ১৬ মে ২০২৩ , ৮:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ- কাউনিয়ায় ঝড়ে পড়ল গাছ ভাঙল প্রতিবন্ধী ভিক্ষুক কেরামত আলীর(৪০) ঘড়, এমন নিউজ দেখে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামের রংপুর কুড়িগ্রাম মহা সড়কের বেইলিব্রীজ ব্রীজের নিচে সোমবার সকালে তার বাড়িতে যান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ, এবং তাৎক্ষণিক ভাবে তার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ কিছু অর্থ প্রদান করেন। এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া থানার তদন্ত অফিসার ফরহাদ হোসেন, অনলাইন প্রেস ক্লাব কাউনিয়ায় সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সোমবার রাতের ঘুর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ২ শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে গাছ ও টিনের ঘর পরে আহত হয়ে ৭ জন। এছাড়াও শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান,ভুট্টা, মরিচ, ঢ়েরষ,পাট সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছ উপরে ও ভেঙ্গে পড়েছে। রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে বড় বড় গাছ ভেঙ্গে পড়ায় রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়। অপরদিকে বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। রাত ১১ টার পর বিদ্যুৎ চলে যাওয়ার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।