রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারীতে চরশৌলমারী ডিগ্রি কলেজের ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে রৌমারী উপজেলা বিএনপির সভাপতি ও যাদুরচর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান তিনি চরশৌলমারী ডিগ্রি কলেজের সভাপতি হিসাবে মনোনীত হয়েছে। বিদ্যোৎসাহী সদস্য হলেন, জহরুল ইসলাম মন্ডল, দাতা সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি ইউনুছ আলী ও পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ কে সদস্য সচিব করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চরশৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার চরশৌলমারী ডিগ্রি কলেজ এর আয়োজনে দুপুরের দিকে কলেজ হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী উপস্থিত হিলেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র কলেজের অধ্যাপক এম এ সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেরা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম মনজু , যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান মতি, যাদুরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়ার রহমান জিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখা ও সাবেক যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রৌমারী উপজেলা শাখার নুর আলম খান হিরোসহ আরও অনেকে।
এসময় সভাপতির বক্তব্যে বলেন, সবার সহযোগীতায় কলেজের সকল সমস্যা দূর করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যাতে সমাজের সার্বিক পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং দক্ষতা অর্জন করে বাস্তব জীবনে তা কাজে লাগাতে পারে, তার উপর জোর দিতে হবে।